ভারতে ৩ অবৈধ বাংলাদেশী গ্রেপ্তার

    বাংলাদেশ মেইলভারতে কোপার খইরান এলাকা থেকে তিন অবৈধ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস।

    খবরে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম- ইয়াসিন মোল্লা (২৪), রহিম মন্ডল (২১) ও আকাশ শেখ (২০)। সেখানে এক বস্তিতে বসবাসরত ছিল তারা।আকাশ পুলিশকে বলেন, তিনি প্রায়ই ভারতে আসতেন। কর্মকর্তারা জানান, গ্রেপ্তার হওয়া তিনজনের কারো কাছেই কোনো গ্রহণযোগ্য পাসপোর্ট বা ভিসা ছিল না। তারা কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

    পুলিশ জানিয়েছে, তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।