২ ভারতীয় সেনা নিহত
    বছরের প্রথম দিনেই রক্তাক্ত কাশ্মীর

    ভারতীয় সেনাবাহিনী

    নতুন বছরের প্রথম দিনেই ব্যাপক সংঘর্ষের কবলে পড়েছে কাশ্মীর উপত্যকা। আজ বুধবার জম্মু ও কাশ্মীরের নৌসেরা সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি হয়েছে।  এতে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাচ্ছিল সেনাবাহিনী।

    ভারতীয় সেনাবাহিনী সূত্রে এ তথ্য জানা গেছে।

    সেনা সূত্র জানিয়েছে, বুধবার ভোররাতে নৌসেরা সেক্টরে পাক-অধিকৃত কাশ্মীর থেকে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে খারি থারায়ত জঙ্গলে প্রবেশ করে সন্ত্রাসবাদীরা। তারপরই ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অপারেশন শুরু করে সেনা। তল্লাশি চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জেহাদিরা। জবাব দেন নিরাপত্তারক্ষীরাও।

    সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, সংঘর্ষে নিহত হয়ছেন দুই জওয়ান। গোটা এলাকা ঘিরে ফেলে সন্ত্রাসবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

    নৌসেরায় অনুপ্রবেশের জন্য পাক-অধিকৃত কাশ্মীরের লঞ্চপ্যাডগুলিতে জঙ্গিদের জমায়েতের খবর আগেই দিয়েছিলেন গোয়েন্দারা। সেই মোতাবেক এদিন অভিযান শুরু করে সেনাবাহিনী।

    জানা গেছে, ওই এলাকায় এখনও তল্লাশি চলছে। গোটা এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনী।

    সূত্র : সংবাদ প্রতিদিন, এই সময়