দৈনিক পূর্বকোণ প্রিন্ট ভার্সন বন্ধ ঘোষনা

    বাংলাদেশ মেইল ::

    এক কর্মির করোনা আক্রান্ত হয়ে মারা যাবার  জের ধরে  চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক পত্রিকা,  দৈনিক পূর্বকোণের প্রিন্ট ভার্সন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ মে) দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেয়া হয়েছে।

    তবে সকল সংবাদ কর্মীদের নিজের অবস্থান থেকে কাজ করে অনলাইন সংস্করণ চালু রাখার নির্দেশ দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির কয়েকজন সংবাদ কর্মি করোনায় আক্রান্ত হওয়া একজনের কর্মচারি মৃত্যর প্রেক্ষিতে কর্তৃপক্ষক এই সিদ্ধান্ত নেয়।

    ৩৪ বছর আগে যাত্রা শুরু করা দৈনিক পূর্বকোণ চট্টগ্রামের সংবাদপত্র জগতে আধুনিকতার সূচনা করেছিল। ক্ষুরধার লেখনী আর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে গত তিন দশকে পূর্বকোণ পাঠকপ্রিয়তা যেমন পেয়েছে, তেমনি সৃষ্টি করেছে অনেক মেধাবী ও খ্যাতিমান সংবাদকর্মী।

    ১৯৮৬ সালের ১০ ফেব্রুয়ারি মোহাম্মদ ইউসুফ চৌধুরীর হাত ধরে যাত্রা শুরু করেছিল দৈনিক পূর্বকোণ, যিনি ২০০৭ সালে পরাপারে পাড়ি জমান। সময়ের আবর্তে পূর্বকোণের হাল ধরেছিলেন তাঁর সন্তান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী। সম্পাদক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০১৭ সালের ১৫ নভেম্বর তিনিও মারা যান।