সিডনি থেকে ফিরছেন আটকে পরা বাংলাদেশি

    বাংলাদেশ মেইল::    করোনাভাইরাসের কারণে অষ্ট্রেলিয়ার সিডনিতে আটকে পড়া ১৭৫ জন বাংলাদেশি যাত্রী নিয়ে সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সিংগাপুর এয়ারলাইন্সের বাণিজ্যিক বিমানের একটি ফ্লাইট।

    ফ্লাইটটি সিংগাপুরে স্বল্প সময়ের যাত্রা বিরতী দিয়ে বিশেষ ফ্লাইট হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্থানীয় সময় সোমবার (১৫ জুন) আনুমানিক রাত ১০টা ১৫ মিনিটে অবতরণ করবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

    জানা গেছে, এই ফ্লাইটটি আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে অষ্ট্রেলিয়া থেকে বাংলাদেশে যাওয়ার দ্বিতীয় বিশেষ ফ্লাইট। এর আগে গত ৮ মে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট যোগে ১৫৭ জন আটকে পড়া বাংলাদেশি যাত্রী মেলবোর্ন থেকে ঢাকায় ফেরত যায়।

    করোনায় অষ্ট্রেলিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ হাইকমিশন এই দুটি বিশেষ ফ্লাইটের সার্বিক ব্যবস্থা গ্রহণ করেন।

    প্রথম ফ্লাইটের মতো দ্বিতীয় ফ্লাইটের আয়োজনে সহযোগিতা করে মেলবোর্নভিত্তিক মিল্টন ট্রাভেল সেন্টার।

    বিশেষ ফ্লাইট দুটির ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানানো হয়।