চট্টগ্রামে আরো ১০৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চারটি ল্যাবের পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত আরো ১০৬ জন রোগী শনাক্ত হয়েছেন। ৬১৬ জনের নমুনা পরীক্ষায় ১০৬জন শনাক্ত হওয়ার তথ্য প্রকাশ করে সিভিল সার্জন অফিস। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ৫৫ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫১ জন।

    রোববার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডি’তে ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরমধ্যে মহানগরে আক্রান্ত হয়েছেন ১৪ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৮ জন।

    চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২০ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এরমধ্যে ২০ জনই উপজেলার।

    চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মহানগরেই আক্রান্ত হয়েছেন ৪১।

    এছাড়া, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের পজিটিভ আসে।