ইরানি তেল ট্যাংকার আটকের দাবি যুক্তরাষ্ট্রের, তেহরানের অস্বীকার

    বাংলাদেশ মেইল ::

    প্রথমবারের মতো তেলভর্তি ইরানি ট্যাংকার জব্দ করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ভেনেজুয়েলা যাওয়ার প্রাক্কালে ইরানের চারটি ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এগুলোতে ১০ লাখ ব্যারেল তেল ছিল। বর্তমানে এগুলো ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ট্রাম্পের এমন বক্তব্য নাকচ করে দিয়েছে ইরান।

    ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হুজ্জাত সুলতানি বলেছেন, ‘এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্র থেকে উৎপাদিত আরেকটি মিথ্যা পণ্য।’

    ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ইরানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ওয়াশিংটন যে চারটি তেল ট্যাংকার আটক করেছে তার সঙ্গে ইরানের কোনও সম্পর্ক নেই।

    টুইটারে  দেওয়া পোস্টে সুলতানি বলেন, ‘এটি মার্কিন সাম্রাজ্যবাদী প্রচারযন্ত্রের আরেকটি ডাহা মিথ্যা ও মনস্তাত্ত্বিক যুদ্ধ। কারণ, আটক জাহাজগুলোর মালিক যেমন ইরান নয় তেমনি এগুলোতে ইরানি পতাকাও বহন করা হয়নি।’

    ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘সন্ত্রাসী ট্রাম্প ইরানি জনগণের বিরুদ্ধে নিজের ব্যর্থতাকে এ ধরনের মিথ্যা প্রচার চালিয়ে ধামাচাপা দিতে পারবে না।’ সূত্র: আনাদোলু এজেন্সি, পার্স টুডে।