আজ ২৫ শে মার্চ “জাতীয় গনহত্যা দিবস”

    বাংলাদেশ মেইল ::

    আজ ২৫ শে মার্চ “জাতীয় গনহত্যা দিবস”। ১৯৭১ সালের এ রাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী কতৃক কুখ্যাত “অপারেশন সার্চলাইট” নামে নিরীহ ও নিরস্র বাঙালিদের উপর আতর্কিত আক্রমণ চালিয়ে বহু লোককে হত্যা করা হয় যা নয়মাস ব্যাপী চলতে থাকে।

    ‘অপারেশন সার্চ লাইট’-এর পরিকল্পনা হয়েছিল একাত্তরের মার্চের শুরুতেই। পাকিস্তানের মেজর জেনারেল খাদিম রাজা তার আত্মজীবনীমূলক বই ‘এ স্ট্রেঞ্জার ইন ওন কান্ট্রি’তে এ অভিযান নিয়ে বিস্তারিত লিখেছেন। তিনি জানান, পাকিস্তানের লারকানায় জুলফিকার আলী ভুট্টোর বাড়িতে প্রথম বৈঠক হয়৷ সে বৈঠকে অংশ নেন জুলফিকার আলী ভুট্টো, জেনারেল ইয়াহিয়া এবং জেনারেল হামিদ। তাঁরা মনে করেছিলেন, ২০ হাজার মানুষ হত্যা করলেই ভয় পাবে বাঙালিরা; ভুলে যাবে স্বাধীনতা এবং স্বাধিকারের কথা।

    ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’এ বাংলাদেশের হত্যাযজ্ঞকে বিশ শতকের পাঁচটি ভয়ংকর গনহত্যার অন্যতম বলে উল্লেখ করা হয়।

    ভয় দেখিয়ে বাঙালিকে দমানোর পাকিস্তানি পরিকল্পনার সমুচিত জবাব দিয়েছিল বীর বাঙালি।