আটদিন ধরে নিখোঁজ ঢাবি ছাত্র ও মূকাভিনয় শিল্পী হাফিজুর

    বাংলাদেশ মেইল ::

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফিজুর রহমানকে আটদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শনিবার থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

    হাফিজুর ঢাবির তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী। তিনি একজন মূকাভিনয় শিল্পী ও ঢাবির মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক।

    হাফিজুরের নিখোঁজ হওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ।

    শনিবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাওন মাহমুদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ হাফিজুর রহমান ঈদুল ফিতরের পরদিন অর্থাৎ গত শনিবার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। এরপর বন্ধুদের সঙ্গে ক্যাম্পাস এলাকায় আড্ডা দেন। তার মায়ের সঙ্গে সর্বশেষ কার্জন হলের সামনে বসে মোবাইলে কথা বলেছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে।

    হাফিজুরের বন্ধুদের বরাতে তিনি আরও জানান, বাড়ি থেকে ঢাকা ফিরে ওইদিনই রাত ৮-৯টার দিকে হাফিজুর ব্রাহ্মণবাড়িয়া চলে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। এরপর আট দিন হতে চললো, শত চেষ্টা করেও কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। নিজের এলাকায় জিডি করা হয়েছে, শাহবাগ থানায়ও ইনফর্ম করা হয়েছে।

    শাওন মাহমুদ বলেন, সন্তানের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় হাফিজুরের বাবা-মা-বোন অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা যে যেভাবে পারেন হাফিজকে খুঁজে বের করার বা খোঁজ নেওয়ার চেষ্টা করেন, প্লিজ।

    সর্বশেষ তার গায়ে ঢাবির লোগোযুক্ত ডাকসুর টিশার্ট পরা ছিল বলেও জানান তিনি।

    কেউ হাফিজুরের সন্ধান পেলে ০১৬৮-১৫৭১৯৭৭ ও ০১৮২৭-৯৪৯৩৭৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছেন শাওন মাহমুদ। যুগান্তর