করোনা নেগেটিভ খালেদা জিয়া

    বাংলাদেশ মেইল ::

    ২৮ দিনের মাথায় তৃতীয় টেস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নমুনা পরীক্ষার  রিপোর্ট নেগেটিভ এসেছে।
    শনিবার (৮ মে) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক মো. আল মামুন।

    এর আগে বিকেলে খালেদা জিয়ার কোভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হলে মধ্য রাতে নেগেটিভ রিপোর্ট আসে।

    গত ১০ এপ্রিল করোনা আক্রান্ত হন খালেদা জিয়া। এ সময় তার বাসার আরও ৮ জন কর্মীও করোনায় আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল দ্বিতীয় দফার টেস্টেও পজিটিভ রিপোর্ট আসে বিএনপি চেয়ারপারসনের। সবশেষ ৮ মে ২৮ দিন পর আনুষ্ঠানিক পরীক্ষায় কোভিড নেগেটিভ হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

    গত ২৭ এপ্রিল সাময়িক সময়ের জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও জটিলতা বৃদ্ধি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বর্তমানে তাকে সিসিইউ ইউনিটে রাখা হয়েছে।