চট্টগ্রামে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৬

    চট্টগ্রামে একদিনে

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে গত চব্বিশ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১ হাজার ১২টি নমুনা পরীক্ষায় ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরের ৮৩ এবং উপজেলার ৩৩ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছে ৫২ হাজার ৩০৭ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে উপজেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ( ২১ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৯৩টি নমুনা পরীক্ষায় ২৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩১৬টি নমুনা পরীক্ষায় ২২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৩টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৩৪টি নমুনা পরীক্ষায় ২৭ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩০টি নমুনা পরীক্ষার ফল নেগেটিভ, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষায় ৮ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ১৮৪টি নমুনা পরীক্ষায় ৯ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৮টি নমুনা পরীক্ষায় ৯ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৪টি নমুনা পরীক্ষায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

    চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১১৬ জন বেড়ে করোনায় আক্রান্ত হয়েছে সংক্রমণে শনাক্তের সংখ্যা ৫২ হাজার ৩০৭ জন। যাদের নগরের ৪১ হাজার ৮০৯ জন এবং উপজেলার ১০ হাজার ৪৯৮ জন। এসময় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জন। যাদের নগরে ৪৩২ জন এবং উপজেলায় ১৬১ জন।