ঢাবিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে ছাত্রদলের বিক্ষোভ

    বাংলাদেশ মেইল ::

    স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া এবং ঢাবি ক্যাম্পাস মাদকমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ শনিবার (২৯ মে) বেলা সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক নির্মূলের ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহবান জানায়।

    কর্মসূচিতে  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

    কর্মসূচিতে আরও  উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি আশরাফুল আলম ফকির লিংকন,মামুন খান,পার্থদেব মন্ডল, মাজেদুল ইসলাম রুমন, সাজিদ হাসান বাবু, মোক্তাদির হোসেন তরু, কে এম মুসাব্বির সাফি, যুগ্ম সম্পাদক মুহিনউদ্দীন রাজু,মিজানুর রহমান শরীফ, এ বিএম মাহমুদ আলম সরদার, নিজামউদ্দীন রিপন, মারুফ এলাহী রনি, শ্যামল মালুম, করিম প্রধান রনি, সহ-সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, নাছিরউদ্দীন নাছির, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, সোহেল রানা, শাহজাহান শাওন, এবিএম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, রিয়াদ রহমান, আবু সুফিয়ান,হাসান আল আরিফ, আরিফুল ইসলাম আরিফ ,শিপন বিশ্বাস, শরিফুল ইসলাম প্রধান, এসএম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মোস্তাফিজুর রহমান, আবুল বাশার, আরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রুবেল, বায়েজিদ হোসেন, ফারুক আহমেদ প্রমুখ।