তিন ফ্লাইটে সৌদি গেলেন ৩৭০ যাত্রী

    বিমানের পাইলটদের

    বাংলাদেশ মেইল ::

    করোনার কারণে নয় দিন স্থগিত থাকার পর সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হয়েছে। শনিবার বিকাল থেকে তাদের তিনটি ফ্লাইট ৩৭০ জন যাত্রী নিয়ে সৌদি আরবে গেছেন।

    রোববার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

    তিনি জানান, সৌদি আরবের কোভিড স্বাস্থ্যবিধি মেনে এসব ফ্লাইটের যাত্রীদের সৌদি আরবে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করার জন্য হোটেল বুকিং বিমানের ব্যবস্থাপনাতেই করা হয়েছে।

    তিনটি ফ্লাইটের মধ্যে শনিবার বেলা ৩টা ১৫ মিনিটে ১৩৫ জন যাত্রী নিয়ে দাম্মামে, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ১২৪ জন যাত্রী জেদ্দায় এবং রাত ৩টা ২০ মিনিটে ১১১ জন যাত্রী রিয়াদে গেছে।

    করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৌদি আরব সরকার হোটেলে কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপ করায় বিমান তাদের সৌদি আরবগামী সব ফ্লাইট ২০ থেকে ২৪ মে পর্যন্ত স্থগিত করেছিল।