ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ফের বাড়ল

    বাংলাদেশ মেইল ::

    ভারতের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার ত্রিপুরার আগরতলার বাংলাদেশ সহকারী হাইক‌মিশন কর্তৃক ইস্যুকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

    এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বলেন, ভারতের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যেই আবার পর্যালোচনা বৈঠকে বসবো।

    ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় এর আগে ২৩ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে সীমান্ত বন্ধ থাকলেও অনাপত্তিপত্র নিয়ে দেশে ফিরতে পারবেন বাংলাদেশিরা।

    উল্লেখ্য, গত ২৬ এপ্রিল থেকে করোনার কারণে দুই দেশের সীমান্ত বন্ধ রাখা হয়েছে।