রোজিনা ইসলামকে হয়রানি ও গ্রেপ্তারের নিন্দা চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের

    বাংলাদেশ মেইল ::

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হয়রানি ও গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে টিভি জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রাম। আজ বুধবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা।

    বিবৃতিতে তাঁরা জানান, ‘একজন অনুসন্ধিৎসু সাংবাদিক হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহু অনিয়ম ও দুর্নীতির তথ্য রোজিনা ইসলাম সমাজের কাছে তুলে ধরেছেন। যা দেশের দুর্নীতিগ্রস্ত মানুষদের সকলের কাছে চিহ্নিত করেছে। যার প্রেক্ষিতে উক্ত মন্ত্রণালয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারির বিরাগভাজন হয়েছেন তিনি। ফলে তাঁকে সুকৌশলে আটকে প্রায় ছয় ঘন্টা ধরে হেনস্তা ও গ্রেফতার করে গনমাধ্যমের অনুসন্ধিৎসু চেষ্টাকে রুদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে।’
    ‘গনমাধ্যমকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা নেওয়ার এই চেষ্টাও অনভিপ্রেত।’

    বিবৃতিতে আরও জানানো হয়, ‘এই বিষয়ে রোজিনাকে হেনস্তা করেই ক্ষান্ত হননি দুর্নীতিবাজরা। উল্টো রোজিনাকে ঘিরে নানা অপকথা প্রচার করে বেড়াচ্ছেন।
    এই বাংলাদেশে যা কোনো ভাবেই কাম্য নয়।’

    এই ঘটনায় বিশদ তদন্ত দাবি করেছে টিভি জার্নালিস্ট  এসোসিয়েশন চট্টগ্রাম।