রোজিনা ইসলামের প্রতি অন্যায় কোন বিচ্ছিন্ন ঘটনা নয়: ফখরুল

    বাংলাদেশ মেইল ::

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সরকারের আমলে ৪২ জন সাংবাদিক খুন হয়েছেন।

    শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে মহিলা দলের এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল।

    প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশ পেছানোর সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন , এত দিন রাজনীতিবিদদের সঙ্গে যেটা করা হয়েছে, সেই পুরোনো কৌশল এই সাংবাদিকের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে।

    করোনাভাইরাস মহামারির মধ্যে স্বাস্থ্য খাতের অনিয়ম–দুর্নীতি নিয়ে নানা প্রতিবেদন করেছেন রোজিনা ইসলাম। গত সোমবার পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাঁকে প্রায় ছয় ঘণ্টা আটকে হেনস্তা করা হয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করে তাঁর বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দেওয়া হয়। পরদিন মঙ্গলবার তাঁর রিমান্ড আবেদন নাকচ করে কারাগারে পাঠান আদালত। তখন থেকে কারাবন্দী এই সাংবাদিকের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ চলছে। জাতিসংঘও রোজিনা ইসলামকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।

    এরপরও বৃহস্পতিবার শুনানি শেষে রোজিনা ইসলামের জামিন বিষয়ে আদেশ পিছিয়ে যাওয়ার সমালোচনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।