কর্ণফুলীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ১৪

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

    শুক্রবার ( ১৮ জুন) বিকাল ৩টার দিকে নগরীর কর্ণফুলী থানার চরফরিদ ফোসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার ও মইজ্যারটেকের মাঝামাঝি ফোসিল সিএনজি ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির বাস, লোকাল বাস ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পাঠানো হয়েছে।এর মধ্যে হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আহত আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গেলে দ্রুতগতির বিআরটিসি বাসটি উল্টোপথে চলে আসে।

    এতে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বলে তিনি জানান।