কর্ণফুলীতে মুদির দোকানে মিষ্টি ও দই তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রামের কর্ণফুলীতে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও দই বিক্রি করার অভিযোগে ‘মেসার্স এরশাদ স্টোর এন্ড টেলিকম’ কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

    আজ মঙ্গলবার (১লা জুন ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা কর্ণফুলীর ফকিরনিরহাট রাস্তার মাথায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও আনসার সদস্যের লোকজন উপস্থিত ছিলেন।

    এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা বলেন, সুনির্দিষ্ট অভিযোগের অংশ হিসেবে এরশাদ স্টোর এন্ড টেলিকমে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ মিষ্টি ও দই বিক্রি করতে দেখা যায়। এমনকি অনুমোদনহীন খাদ্য তৈরি করে তারিখবিহীন বাজারজাত করে আসছে দীর্ঘদিন।যে কারণে আদালত ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় প্রতিষ্ঠানের মালিককের নামে মামলা দিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়