নির্যাতনের শিকার হয়ে শিশু সন্তানসহ সৌদি থেকে দেশে ফিরেছেন এক নারী

    বাংলাদেশ মেইল ::

    সৌদি আরব থেকে ছয় মাসের সন্তান নিয়ে নিপীড়নের শিকা হয়ে দেশে ফিরেছেন ৩২ বছরের প্রবাসী আরও এক নারী শ্রমিক। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি।

    ভুক্তভোগী  নারীর অভিযোগ, সৌদি আরবে যে বাড়িতে তিনি কাজ করতেন, সেই গৃহকর্তা তার ছেলের বাবার দ্বারা তিনি ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন।

    সন্তানসহ বাড়িতে ফেরা নিয়ে উদ্বিগ্ন ওই নারী এখন আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টারে আশ্রয় নিয়েছেন।

    ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান  এ তথ্য নিশ্চিত করেন।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওই নারীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ২০১৯ সালের নভেম্বরে তিনি সৌদি আরবে যান। সেখানে যাওয়ার পর থেকেই প্রতিনিয়ত তিনি নির্যাতনের শিকার হতেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হলে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানেই জন্ম হয় এই শিশুটির।

    নির্যাতনের শিকার হওয়া ওই নারী নিজের পরিবারের কাছে ফিরতে না চাওয়ার কারনে তাকে ব্র্যাকের অভিবাসন কেন্দ্র রাখা হয়েছে।