ফটিকছড়ির সুয়াবিলে বজ্রপাতে ইউপি সদস্যসহ ৩ চা শ্রমিক আহত

    জুয়েল হোসেন রনি ::

    চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে এক ইউপি সদস্যসহ তিন চা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে মুমূর্ষ অবস্থায় হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কঠিন সময় পার করছেন।

    মঙ্গলবার (১লা জুন) সন্ধ্যায় উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বারমাসিয়া চা বাগানে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ  করেন।

    আহতরা হলেন- সুয়াবিল এলাকার আপন কুর্মি(৩৪), সামিরা (১৬), কনিকা শীল (১৮) ও চপলা মুন্ডা (২৫)। এর মধ্যে আপন কুর্মি সুয়াবিল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।

    সুয়াবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২ টার দিকে বাগানের শ্রমিকরা বৃষ্টির সময় কাজ করতে গেলে বজ্রপাতে ৩ শ্রমিক ও ১ ইউ.পি সদস্য আহত হয়। তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।