করোনায় মারা গেলেন ইবির ড্রাইভার গোলাম সরওয়ার

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, ইবি ::

    করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন অফিসের ড্রাইভার গোলাম সরওয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। রোববার (০৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস।

    বিশ্ববিদ্যালয় পরিবহন অফিস সূত্রে, গোলাম সরওয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুর আগে তিনি প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছিলেন। সোমবার ভোরে তাকে ঝিনাইদহের শৈলকুপায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।

    তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু আতাউর রহমান।

    পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।