ফ্রান্সে আসছে কোভিডের চতুর্থ ওয়েভ

    কোভিডের চতুর্থ ওয়েভ

    বাংলাদেশ মেইল ::

    কোভিডের চতুর্থ ওয়েভ এর মুখে দাঁড়িয়ে আছে ফ্রান্স। প্রধানমন্ত্রী জঁ কাসটেক্স বলেছেন, যাঁরা নতুন করে কোভিডে সংক্রমিত হচ্ছেন, তাঁদের কেউই ভ্যাকসিন নেননি। বুধবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ফ্রান্সে কোভিডে আক্রান্ত হয়েছেন ২১ হাজার জন। মে-র শুরুর দিকের পরে আর কখনও একদিনে এত বেশি সংখ্যক মানুষ ফ্রান্সে কোভিডে আক্রান্ত হননি। কাসটেক্স টিভিতে ভাষণে বলেছেন, তাঁরা চেষ্টা করছেন যাতে দেশ জুড়ে লকডাউন না করতে হয়। আগস্ট থেকে চালু হচ্ছে ‘হেলথ পাস’। রেস্তোরাঁ, বারে প্রবেশ করতে কিংবা দূরপাল্লার ট্রেন ও প্লেন সফরের জন্য তা আবশ্যিক করা হচ্ছে। তবে এই নিয়ম খাটবে না স্কুলগুলির ক্ষেত্রে।

    গত সপ্তাহে সরকারের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে পথে নামেন হাজার হাজার ফরাসি নাগরিক। তাঁদের অভিযোগ, প্রেসিডেন্ট ইমানুয়েল ভ্যাকসিন নিয়ে ‘একনায়কত্ব’ চালাচ্ছেন। ইমানুয়েল-র নিজের দল রিপাবলিক অন দ্য মুভ-এর কয়েকজন সাংসদও বলেছেন, সরকারের ভ্যাকসিন নীতি নাগরিক স্বাধীনতার পক্ষে ক্ষতিকারক। এখনও পর্যন্ত ফ্রান্সের নাগরিকদের ৫৬ শতাংশ, অর্থাৎ ৩ কোটি ৮০ লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। তাঁদের মধ্যে ৪৬ শতাংশকে দু’টি ভ্যাকসিনই দেয়া হয়েছে। সরকার এবারের গ্রীষ্মের মধ্যেই ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দিতে চায়। সারা বিশ্বে শীঘ্রই করোনার তৃতীয় ওয়েভ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জুলাইয়ের মাঝামাঝি হু প্রধান তেদ্রোস আদহানম ঘেব্রেইসাস বলেন, ‘দুর্ভাগ্যজনক ব্যাপার হল, আমরা এখন থার্ড ওয়েভের প্রাথমিক স্তরে রয়েছি।’ হু প্রধানের মতে, নানা দেশে সামাজিক যোগাযোগ বেড়েছে। সর্বত্র কোভিড বিধি মেনে চলা হচ্ছে না। তাছাড়া অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের জন্যও সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ইউএন নিউজ অনুযায়ী, গত কয়েক মাস ধরে ইউরোপ ও উত্তর আমেরিকায় টিকাকরণ বৃদ্ধি পেয়েছে। একসময় ওই সব অঞ্চলে সংক্রমণ ও মৃত্যু, দুই-ই কমেছিল। কিন্তু সম্প্রতি সংক্রমণ ফের বাড়ছে। করোনা ভাইরাসের অভিযোজন অব্যাহত রয়েছে। নতুন ভ্যারিয়েন্ট আরও ছোঁয়াচে হয়ে উঠছে। তেদ্রোস জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ১১১ টি দেশে ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব লক্ষ করা গেছে। মনে হয়, শীঘ্রই বিশ্ব জুড়ে এই ভ্যারিয়েন্টই প্রধান হয়ে দাঁড়াবে।’
    বিএম/ কোভিডের চতুর্থ ওয়েভ