কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে কিশোরের মৃত্যু

    কোরবানির পশুর হাটে

    বাংলাদেশ মেইল::

    চট্টগ্রামের বোয়ালখালীতে কোরবানির গরুর হাটে মহিষের আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বুড়া মসিজদ সংলগ্ন মুন্সীরহাটে এ ঘটনা ঘটেছে। নিহত কিশোর কামরুল ইসলাম (১৫) শ্রীপুর গ্রামের মোহাম্মদ মোরশেদের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

    ঘটনাস্থলে যাওয়া বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীবুল ইসলাম জানান, মুন্সীরহাটে গরুর পাশাপাশি মহিষও বিক্রি হয়। বিকেলে একটি ট্রাকে করে কিছু মহিষ আনা হয় হাটে। সেগুলো নামানোর সময় একটি মহিষ আকস্মিকভাবে জড়ো হওয়া লোকজনকে ধাওয়া দেয়। কিশোর কামরুল মহিষের সামনে পড়ে গেলে তাকে আক্রমণ করে। তার কানের নিচে ও গলায় মহিষের শিংয়ের আঘাতে গুরুতর জখম হয়।

    বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান, মুন্সীরহাটে গরু দেখতে গিয়ে আকস্মিক মহিষের আঘাতে গুরুতর আহত হয় কিশোর কামরুল। প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কামরুল মারা যায়।ঘটনাস্থলে গিয়ে মহিষের বেপারিকে পাওয়া যায়নি বলে ওসি আব্দুল করিম জানিয়েছেন।

    কোরবানির পশুর হাটে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে আতন্ক তৈরি হয় হাট জুড়ে ।

    কোরবানির পশুর হাটে/বিএম