পদ্মার পিলারে ফেরির ধাক্কা, তদন্ত কমিটি গঠন

    পদ্মার পিলারে

    বাংলাদেশ মেইল ::

    শুক্রবার (২৩ জুলাই) সকালে পদ্মার পিলারে ফেরির ধাক্কা লাগার মতো দুর্ঘটনার পর ঘটনা তদন্তে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ‍্য) এসএম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- বিআইডব্লিউটিএর পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।


    নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে কমিটিকে তিন দিনের মধ‍্যে বিআইডব্লিউটিসির চেয়ারম‍্যান বরাবর তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। 
    এর আগে শুক্রবার (২৩ জুলাই) সকাল পৌনে ১০টায় মুন্সীগঞ্জে রো রো ফেরি শাহজালালের পদ্মার পিলারের সঙ্গে ধাক্কা লাগে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে যাচ্ছিল।
    বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে রো রো ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটির সাথে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়েছে। দুর্ঘটনার সময় ফেরিতে থাকা ৩৩টি যানের একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। ফেরির প্রায় দুই হাজার যাত্রীর মধ্যে অনেকেই পড়ে ছোটখাটো আঘাত পেয়েছেন। এদের মধ্যে ২০ জন জখম হয়েছেন। তছনছ হয়ে গেছে ফেরির ভেতরের ক্যান্টিন।
    ক্ষতিগ্রস্ত ফেরি শাহজালালের চালক আব্দুর রহমান জানান, ফেরির ইলেকট্রনিক সার্কিট ব্রেকার পড়ে যাওয়ায় স্টিয়ারিং বিকল হয়ে যায়। তবে দ্রুত ঠিক হলেও এর আগেই প্রবল স্রোতে ফেরটির সমানের অংশ পদ্মার পিলারে ধাক্কা লাগে। তবে ভাগ্যক্রমে বেঁচে যান যাত্রীরা। আঘাতটি পানির লেভেলের নিচে হলে ফেরিটি ডুবে যেতে পারতো।