ভাসানচর থেকে পালানো ২০ রোহিঙ্গা জোরারগঞ্জে গ্রেফতার

    ভাসানচর থেকে পালানো

    বাংলাদেশ মেইল ::

    নোয়াখালীর ভাসানচর থেকে পালানো  ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের জোরারগঞ্জে গ্রেফতার করেছে পুলিশ।
    আজ শনিবার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।

    আটক ব্যক্তিদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৪ জন পুরুষ। গ্রেফতারকৃতরা হলো মো. আব্দুর রহমান (২৭), সেঁতারা বেগম (২০), মো. সাব্বির (২৬), সঞ্চিতা বেগম, রাজিয়া বেগম (২৩), নুরুল করিম (২০), সালমা খাতুন (৫০), জামাল হোসেন (২৪), নূর কায়দা (২৫), রুমানা (৬), নূর ফাতেমা (৩), মো. আয়াজ (৮), জান্নাত আরা (৪), কিছমত আরা বেগম (২), মরিয়ম (৮), আবুল কাশেম (৭), ওসমান গণি (৮ মাস), মো. আয়াত (৪), জান্নাত আরা (১) ও সেতারা (৫)।

    স্থানীয় সূত্রে জানা যায়, নৌকায় উত্তাল সাগর পাড়ি দিয়ে শিশু, নারী, পুরুষসহ ২০ রোহিঙ্গার একটি দল মিরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকার সমুদ্র উপকূলে এসে নামে। সেখান তাদের দেখে সকালে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তাদের টেকনাফের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথা ছিল।
    জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন বলেন, ভাসানচর থেকে পালানো আসা ২০ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন শিশু, ৫ জন নারী ও ৪ জন পুরুষ। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হবে। ভাসানচর থেকে কাদের সহযোগিতায় তারা পালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। এর আগেও নোয়াখালীর ভাসানচর থেকে পালানো রোহিঙ্গাদের বিভিন্ন দলকে গ্রেফতার করেছে পুলিশ ।