একদিনে নয়জনের মৃত্যু
    শনাক্তের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম, আক্রান্ত দেড় হাজার

    শনাক্তের সব রেকর্ড

    বাংলাদেশ মেইল ::

    সরকার ঘোষিত লকডাউনের মধ্যে শনাক্তের সব রেকর্ড ভেঙে করোনা শনাক্তের নতুন  রেকর্ড গড়েছে চট্টগ্রাম।

    বৃহস্পতিবার চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৬ জন। এসময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

    শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, বৃহস্পতিবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৬৬ জনের দেহে করোনার শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ১হাজার ৮৫ ও উপজেলার ৩৮১ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ২১৭ জন। এদিন শনাক্তের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম।

    তিনি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে নগরের ৫ জন ও উপজেলার ৪ জন।

    বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১৭ জন, সিভাসু ল্যাবে ১৪৪ জন, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করা হয়নি, এন্টিজেন টেস্টে ৩২৮ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ১০৩ জন, শেভরনে ৮২ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৪৬ জন, আরটিআরএলে ৯ জন, মেডিকেল সেন্টারে ২৫ জন ও এপিক হেলথ কেয়ারে ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার লোহাগাড়া উপজেলায় ৫ জন, সাতকানিয়া উপজেলায় ৩৮ জন, বাঁশখালী উপজেলায় ১২ জন, আনোয়ারা উপজেলায় ৭ জন, চন্দনাইশ উপজেলায় ২৬ জন, পটিয়া উপজেলায় ৫ জন, বোয়ালখালী উপজেলায় ৪৮ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৩৮ জন, রাউজান উপজেলা ৫২ জন, ফটিকছড়ি উপজেলায় ৩৩ জন, হাটহাজারী উপজেলায় ৪৫ জন, সীতাকুণ্ড উপজেলায় ২৬ জন, মীরসরাই উপজেলায় ১৯ জন ও সন্দ্বীপ উপজেলায় ১৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।