নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী কাল

    গ্রেনেড হামলার

    একুশে আগস্ট নারকীয় গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী কাল শনিবার। ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে এ হামলার ঘটনা ঘটেছিল। এতে দলের ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। শতাধিক নেতাকর্মী হতাহত হন। ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

    সেই রক্তস্নাত ভয়াল-বিভীষিকাময় দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের (দ্বিতীয় তলা) জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা, স্মৃতির পাতা থেকে জানা অজানা দুই একটি কথা’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে মেয়র মোহাম্মদ হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশন।

    এছাড়া শনিবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের এক প্রতিবাদ সভা দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। উক্ত সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

    বিএম/ গ্রেনেড হামলার