সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, দুই আরএনবি সদস্যের বদলি

    রেলওয়ে নিরাপত্তা বাহিনী

    বাংলাদেশ মেইল ::

    চট্টগ্রাম রেলওয়ে এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যদের অসৌজন্যমূলক আচরণের শিকার হয়েছেন মোহনা টেলিভিশনের প্রতিবেদক সুমন কুমার দে। এই ঘটনায় জড়িত  দুই আরএনবি সদস্যকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলী করা হয়েছে।

    জানা যায়,  প্রতিবন্ধি এক ব্যক্তিকে চাকরি এবং কোয়ার্টার দেওয়ার কথা বলে আড়াই লক্ষ টাকা ঘুষ দেন রেলের খালাসি পদে কর্মরত সিসিএম অফিসের মনিরুল ইসলাম বাবু নামে এক কর্মচারী। বুধবার (১৮ আগস্ট)  সেই প্রতিবন্ধিকে নিয়ে সংবাদ সংগ্রহে গেলে রেলওয়ের সেই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের দিয়ে মোহনা টেলিভিশনের রিপোর্টার সুমন কুমার দে ‘কে নাজেহাল করে । এসময় ভেঙ্গে ফেলা হয়  মোবাইল ফোন ।

    পরে উর্ধ্বতন কর্মকর্তারা এসে পুরো বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত  দু’জন আরএনবি সদস্যকে হেড অফিস থেকে অন্যত্র বদলি করে দেয়।

    বাংলাদেশ রেলওয়ের অধীনে একটি বিশেষ সুরক্ষা বাহিনীর নাম রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আর এন বি)। রেলওয়ের মালামাল, বিভিন্ন স্থাপনাসহ ট্রেন থেকে রেলপথ সুরক্ষিত রাখার দায়িত্ব এই বাহিনীর৷