দেশে শনাক্ত ছাড়াল মোট ১৫ লাখ

    দুই হাজারের

    বাংলাদেশ মেইল::

    করোনাভাইরাসে সারাদেশে একদিনে আরও ৩ হাজার ৩৫৭ জন রোগী হয়েছে,এনিয়ে মোট ১৫ লাখ ৬১৮ জনে রোগী শনাক্ত হলো।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এখন পর্যন্ত শনাক্তদের মধ্যে- ঢাকা বিভাগের ৮ লাখ ৮০ হাজার ১৭৩, ময়মনসিংহে ৩৫ হাজার ৩৩২, চট্টগ্রামে ২ লাখ ৩১ হাজার ৮৩০, রাজশাহীতে ৯৫ হাজার ২১৩, রংপুরে ৫৩ হাজার ১৩৫, খুলনায় ১ লাখ ৮ হাজার ৭৩১, বরিশালে ৪৩ হাজার ৭৯৬, সিলেটে ৫২ হাজার ৪০৮ জন রয়েছেন।

    গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১১ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৮১ শতাংশ।প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।