গণটিকার দ্বিতীয় ডোজ শুরু মঙ্গলবার থেকে

    গণটিকার দ্বিতীয়

    বাংলাদেশ মেইল::

    গণটিকার দ্বিতীয় ডোজের সকল কার্যক্রম আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে।রোববার দুপুরে ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এতথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।তিনি বলেন, গণটিকাদান কার্যক্রমের আওতায় যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের আগামী মঙ্গলবার থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।

    ডা. শামসুল হক বলেন, গত ৭ থেকে ১২ আগস্ট যে ক্যাম্পেইন হয়েছিল, সেই ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি আগামী ৭ সেপ্টেম্বর শুরু হবে। একই কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাও দেওয়া হবে। যারা ক্যাম্পেইনের সময় যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেই কেন্দ্রে এসে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করবেন।তিনি বলেন, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ২ ঘণ্টা বয়স্কদের ও নারীদের টিকা দেয়া হবে। আগেরবার আনা ভ্যাকসিন কার্ড এবারও সাথে আনতে হবে।

    অন্তঃসত্ত্বা নারীদের টিকার বিষয়ে তিনি বলেন, এসএমএস না পেলেও অন্তঃসত্ত্বা নারীরা নিবন্ধিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন। তবে এএনসি কার্ড বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্র, যাতে উল্লেখ থাকবে তিনি অন্তঃসত্ত্বা‑ সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। স্তন্যদানকারী নারীরাও এসএমএস ছাড়াই ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

    বিএম/গণটিকার দ্বিতীয়