হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

    বাংলাদেশ মেইল ::

    দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী থেকে প্রায় ৩৫ থেকে ৪০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রসাশন।

    বৃহস্পতিবার  (৩০ সেপ্টেম্বর)  সকাল ১০ টার দিকে হালদা নদী থেকে ৩০তম মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

    সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান হালদা নদীতে নিয়মিত টহল দেয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করে রামদাস মুন্সিহাট হালদা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন।

    হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম ও বন বিভাগ এবং আইডিএফ এর প্রতিনিধির উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি এবং প্রাণিবিদ্যা বিভাগকে ডলফিনটি হস্তান্তর করেন। মৃত ডলফিনটির পচে যাওয়া দেহে কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।