চাকরির প্রলোভনে এনে জোরপূর্বক পতিতাবৃত্তি, চট্টগ্রামে ৩ দালাল আটক

    পতিতাবৃত্তি
    বাংলাদেশ মেইল::
    চাকরির প্রলোভনে এনে একটি ভাড়া বাসায় আটকে রেখে দুই তরুণীকে দিয়ে দীর্ঘদিন পতিতাবৃত্তি করাচ্ছিল একটি চক্র। এই তরুণীরা পরে কৌশলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে তাদেরকে উদ্ধার করতে অনুরোধ করেন। পরে পাহাড়তলী থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করেন। পাশাপাশি পতিতাবৃত্তি চক্রের  ৩ জনকে গ্রেপ্তার করেন।
    গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার প্রাণ হরিদাস রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মর্জিনা বেগম (৪২), মো. মনির হোসেন (২৪) ও মো. রাশেদ উদ্দিন (৪৮)। এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,  ভালো চাকরির প্রলোভনে এনে এই দুই তরুণীকে পাহাড়তলী এলাকার একটি বাসায় আটকে রেখে জোরপূর্বক পতিতাবৃত্তির কাজ করাচ্ছিল একটি চক্র। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে এবং অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে।
    বিএম/পতিতাবৃত্তি