ফিলিপাইনে ভ্রমণ যেতে পারবেন বাংলাদেশিরা

    ফিলিপাইনে ভ্রমণ
    বাংলাদেশ মেইল::
    ফিলিপাইনে ভ্রমণ যেতে পারবেন বাংলাদেশিরা।ভ্রমণের জন্য এখন ফিলিপাইনে যেতে পারবেন বাংলাদেশিরা। দেশটি জরুরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তের কারণে আগামী ৬ সেপ্টেম্বর থেকে বিদেশিরা ফিলিপাইনে ভ্রমণে যেতে পারবেন।

    করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ দশ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিলিপাইন সরকার । শনিবার (০৪ সেপ্টেম্বরঘ) প্রেসিডেন্টের কার্যালয়ের বরাতে ম্যানিলা টাইমস জানিয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার লোকজন আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশটিতে যেতে পারবেন।

    প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র হ্যারি রক জানান, সরকারের বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের দেওয়া সুপারিশ বিবেচনা করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সম্মতি দিয়েছেন।