চাঁদপুরে বিক্ষোভ বাস শ্রমিকদের,বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

    বিক্ষোভ

    চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আহত বাসচালক মিজান মোল্লা শ্রমিক নেতাদের অবহেলায় মারা গেছেন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন বাস শ্রমিকরা। নেতাদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লাসহ বেশ কয়েকটি রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তারা।সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে বেলা ১১টা থেকে সব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। এ সময় সড়ক অবরোধ করেন এবং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    জানা গেছে, রবিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের চানখার দোকান এলাকায় চাঁদপুর থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসে থাকা সুমনা নামের এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হন আরও পাঁচজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বাসচালক মিজান মোল্লাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই তিনি মারা যান। তার উন্নত চিকিৎসার জন্য শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা না করার অভিযোগে বিক্ষোভ শুরু করেন বাস শ্রমিকরা।

    শ্রমিকদের অভিযোগ, ঘটনার পর বাসচালক মিজানকে এক নজর দেখতে যাননি শ্রমিক নেতারা। শুধু তাই নয়, মিজানের জানাজাতেও তারা ছিলেন না। এ কারণে চিকিৎসা অবহেলায় চালকের মৃত্যু এবং চাঁদপুর পৌর বাস টার্মিনালে অবকাঠামো সমস্যাসহ পরিবহন নেতাদের পদত্যাগ ও দাবি-দাওয়া আদায়ে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ শুরু করছেন বাস শ্রমিকরা।

    চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, বাস দুর্ঘটনায় এক চালক নিহতের ঘটনায় শ্রমিকরা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও বাস চলাচল বন্ধ রেখেছে। তাদের অভিযোগ, বিনা চিকিৎসা ও সহযোগিতার অভাবে চালক মিজান মারা গেছেন। দ্রুত সমস্যা সমাধানে পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।