অস্ত্রসহ একজন আটক
উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত

বাংলাদেশ মেইল ::

কক্সবাজারের উখিয়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান  বলেন, কী কারণে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ  হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনার পর অস্ত্রসহ একজনকে  আটক করা হয়েছে । সংঘর্ষে চার রোহিঙ্গা নিহত হয়েছেন। আরও ৭ জনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশে সব মিলিয়ে এগারো লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। তাদের অনেকেই অনিবন্ধিত আশ্রয় শিবিরগুলোয় বসবাস করে। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটেছে।