বাঁশখালীতে টিউবওয়েলের পানি নিয়ে সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের বাঁশখালীতে টিউবওয়েলের পানি পুকুরে পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আবদুল খালেক কালু (৩৫) ও মো. সোলতান মাহমুদ টিপু (২৫) নামের দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। তারা হলেন- আবুল কাশেমের ছেলে কামাল হোসেন (৫০), কাশেম আলীর ছেলে মঞ্জুরুল আলম (৪০) ও মো. বাহাদুর (৩২)। এদের মধ্যে কামাল হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবদুল খালেক দক্ষিণ জলদী মনছুরিয়া এলাকার আবুল কাশেমের ছেলে ও কামাল হোসেনের ছেলে টিপু।

বুধবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী মনছুরিয়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সঞ্জয় কুমার নাথ। তিনি জানান, হাসপাতালে আনার আগে আবদুল খালেকের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দু’জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুইজনকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এদের মধ্যে সোলতান মাহমুদ টিপুকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।