প্রতিনিধি দল নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্র সচিব

বাংলাদেশ মেইল ::

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল নিয়ে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন পররাষ্ট্র সচিব।

শুক্রবার সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার এসে পৌঁছান।

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গাক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছে সরকার।

এছাড়াও নোয়াখালীর ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ার চুক্তি সম্পাদনের আগে বোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এবং সম্প্রতি সংগঠিত রোহিঙ্গা নেতা মুহিবউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কেকে জানতে কক্সবাজার এসেছেন বলেও জানান তিনি।

প্রতিনিধি দলের সঙ্গে আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফাইয়াজ মুর্শিত কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহা-পরিচালক মোহাম্মদ আলীমুজ্জামান, সহকারি সচিব মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার।

প্রতিনিধি দলটি শনিবার (৯ অক্টোবর) বিকেল ৪ টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।