বন্দরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন

বাংলাদেশ মেইল ::

বৌদ্ধ ধর্মাবলম্বীদের  বড় ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা বুধবার সকাল থেকে বিভিন্ন আনুষ্ঠানিকতার  মধ্যে দিয়ে চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারে পালিত হয়েছে।

১ম পর্বে ছিলো প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার শিক্ষা ও সাংস্কৃতিক সচিব এইচ শিলুজ্যােতি থেরোর মহাথেরো বরণ ফুলের শুভেচ্ছা, কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।

এবং বিকাল ৩ টা থেকে ২য় পর্বে অনুষ্ঠানের সভাপতিত করেন ভদন্ত এইচ শিলু জ্যােতি থেরো প্রধান ধর্মদেশক ড. দীপঙ্কর থেরো। অসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৩৭ নং ওয়াড কাউন্সিলর এম এ মানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিবিএ যুগ্মসম্পাদক কাজী আব্দুস সাদেক নান্না,আশীষ কান্তি মুহুরি,আবু নাছির জুয়েল। বাংলাদেশ ছাএলীগ আরো শুভেচ্ছা বিনিময় করেন বিশিষ্ট চিকিৎসক ডাঃভাগ্য দন বড়ুয়া,অজয় কুমার বড়ুয়া,রাজীব বড়ুয়া,নিউটন বড়ুয়া,সজল বড়ুয়া প্রমুখ।

সন্ধ্যায় ফানুস উওোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।