সৌদি আরবে ৬৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ মেইল::

সৌদি আরবের কাছে ৬৫ কোটি ৫০ লাখ ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকার অস্ত্র বিক্রির এ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগনের এক ঘোষণায় বিষয়টি জানানো হয়েছে। বাইডেন প্রশাসন এই প্রথম সৌদি আরবে অস্ত্র বিক্রির অনুমোদন দিলো।

জানা গেছে, সৌদি আরবের কাছে বিক্রি করা অস্ত্রের মধ্যে থাকবে রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ও বিমানের পাইলটের দৃষ্টিগোচর হওয়ার আগেই আঘাত হানতে সক্ষম।

১৯৯১ সালে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে যুক্তরাষ্ট্র। কাতার, কুয়েত ও জর্দানের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ ক্ষেপণাস্ত্র কিনেছে।

এছাড়া ৫৯৬টি এলএইউ-১২৮ মিসাইল রেইল লাঞ্চার এবং কন্টেইরান ও সাপোর্ট ইক্যুইপমেন্ট এবং যন্ত্রাংশ কিনবে সৌদি আরব। এসব প্রযুক্তি ব্যবহার উপযোগী করে তোলার জন্য মার্কিন সরকার ইঞ্জিনিয়ারও সরবরাহ করবে।

বিএম/অস্ত্র বিক্রি