পদত্যাগ করেছে কুয়েত সরকার

কুয়েত
বাংলাদেশ মেইল::

কুয়েতের ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে দেশটির সরকার। স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস ও আল রাইয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরেই এমন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। এর ফলে বিরোধী আইন প্রণেতাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। দুপক্ষের এই বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছিল।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটলো। এর আগেও নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করেন। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহর নেতৃত্বে ফের নতুন সরকার গঠিত হয়।গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে কুয়েত। এর মধ্যেই এক বছরের মধ্যে সরকারের দুবার পদত্যাগ দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিএম/কুয়েত