ব্যর্থ হয়ে নথিতে আগুন
হালিশহরে ট্রাস্ট ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় ট্রাস্ট ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করেছে  দুর্বৃত্তরা। তবে টাকা লুটে ব্যর্থ হয়ে তারা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২ নভেম্বর) ভোরে ট্রাস্ট ব্যাংক হালিশহর শাখায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের একটি টিম। ততক্ষণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় অগ্নিকাণ্ডের ঘটনা রহস্যজনক মনে হলে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সোমবার (১ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে ব্যাংকের বাথরুমের পাশে গ্রিল কেটে মুখোশ পরিহিত দুজন লোক ভেতরে প্রবেশ করে। এরপর তারা ভেতরে ভল্ট ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে একপর্যায়ে তারা ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি তছনছ করে এবং কিছু নথিতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।

কিছুক্ষণ পর ভবনের দারোয়ান আগুন লাগার বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রেণে আনেন।

চট্টগ্রাম নগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মো. আরিফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ট্রাস্ট ব্যাংকের টাকা লুটের চেষ্টায় দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় হালিশহর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।’