সিরিজের প্রথম ম্যাচে জয় পাকিস্তানের

বাংলাদেশ মেইল ::

সিরিজের প্রথম টি-টোয়েন্টির ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ ১০ ওভারে ৮৭ রান করায় স্কোর দাঁড়ায় ১২৭/৭।

এই পুঁজি নিয়েও ভালোই ফাইট করে বাংলাদেশ। ২৪ রানে পাকিস্তানের মতো শক্তিশালী দলের প্রথম সারির ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্ত ইনিংসের প্রথম দিকের পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ দিকে ধরে রাখতে না পারায় ৪ উইকেটে হেরে যায় টাইগাররা।

আজ বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হয় ম্যাচে। তরুণ দল নিয়ে বাংলাদেশ নামছে বিশ্বকাপে দারুণ আলো ছড়ানো বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে।

এরই মধ্যে টস হয়ে গেছে। টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

তিন পেসারের পাশাপাশি এক লেগ স্পিনার নিয়ে নামে বাংলাদেশ। তিন পেসার, দুই স্পিনার। ছয় ব্যাটসম্যান। স্পিনারদের মধ্যে একজন লেগ স্পিনার। এই ছকেই আজ একাদশ গড়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান দল:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, শাদাব খান, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।