বাঁশখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

জোবাইর চৌধুরী, বাঁশখালী :

“বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সমবায় সমিতির উদ্দ্যেগে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

(শনিবার) সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসে অনুষ্ঠানমালা শুরু করেন। উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদুজ্জমান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ড.সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী পল্লী বিদ্যুৎ (ডিজিএম) জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আবু আহমদ তারিফ, বাঁশখালী থানা পুলিশের তদন্ত (ওসি) আজিজুল ইসলাম, গন্ডামারা মৎসজীবি সমবায় সমিতির সভাপতি বশির আহমদ, গন্ডামারা লবণ ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আবু আহমদ, মুক্তিযুদ্ধা আহমদ ছফা, ওসমান গণী, সরল লবন উৎপাদনকারী সমবায় সভাপতি রিদুয়ানুল কবির চৌধুরী, বাণীগ্রাম সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রদীপ মিত্র, মিতালি মাল্টি পারপাসের চেয়ারম্যান প্রদীপ গুহ, জনতা মাল্টি পারপাসের জাফর আহমেদ প্রমূখ।