ব্যালটে লেখা ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

বাংলাদেশ মেইল ::

নোয়াখালীতে নির্বাচনের ব্যালটে দেখতে পাওয়া গেলো অদ্ভুত এক বার্তা। কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দলপুরের চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সম্বলিত সিল ও হাতে লেখা পাওয়া গেছে।

রোববার সারাদিন ভোটগ্রহণ শেষে গণনা করার সময় ঐ তিনটি ব্যালট নজরে আসে নির্বাচনী কর্মকর্তাদের। ব্যালট তিনটির ভেতরে নরোত্তমপুরের একটিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের পক্ষে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ এবং আরেকাটিতে ‘বেগম জিয়ার মুক্তি চাই’ লেখা রয়েছে। এছাড়া সুন্দরপুরেও একই কথা লেখা সম্বলিত একটি ব্যালট পাওয়া যায়।

এমন ব্যালট পাবার ঘটনায় কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ভোটের বাক্সে এ ধরনের কোনো ব্যালট পাওয়া গেলে তা বাতিল বলে গণ্য করা হবে, এমনই নিয়ম আছে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এ বিষয়ে বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে দলীয় নেতাকর্মীরা আন্দোলন করছেন, এরত মাঝেই অতি উৎসাহী বা আবেগি হয়ে হয়তো কোনো নেতাকর্মী এমন কাজ করেছে।