লোহাগাড়ায় অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা ইউনিয়নে অভিযান চালিয়ে দুইটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনের অভিযানকারী দল।

চট্টগ্রামের লোহাগাড়া চরম্বা ইউনিয়নে পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এ দুইটি ইট ভাটা গুড়িয়ে দেয় প্রশাসন ।

বুধবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গুড়িয়ে দেওয়া ইট ভাটা ২টি হল বশির কোম্পানির মালিকানাধীন এলএমবি ব্রিকস,শাহা আলম কোম্পানির মালিকানাধীন সিআরবি ব্রিকস।

অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, সহকারী পরিচালক নুর হাসান সজীব।

অভিযানে ইটভাটা গুলোর চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরিবেশ ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স বিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২টি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন ।

বুধবার সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। গুড়িয়ে দেওয়া ইট ভাটা ২টি হল বশির কোম্পানির মালিকানাধীন এলএমবি ব্রিকস,শাহা আলম কোম্পানির মালিকানাধীন সিআরবি ব্রিকস। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, সহকারী পরিচালক নুর হাসান সজীব।

অভিযানে অবৈধ ইটভাটা গুলোর চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।