আনোয়ারায় প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি ::

আনোয়ারায় প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণী সম্পদ প্রদর্শনী’  অনুষ্ঠিত হয়েছে।

প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এই উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ অধিদফতরের উপ-সহকারী কর্মকর্তা দোলন কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ নাইফা বেগম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সেতারা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে উপজেলার ৩৮ টি খামারের স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, হাঁস- মুরগি, খরগোশ, কবুতর, বিলুপ্ত প্রাণীসহ প্রযুক্তি স্টল স্থান পায়। আলোচনা অনুষ্ঠান শেষে প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে অংশ নেওয়া ষ্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।