দুইজনের মৃত্যু, সড়ক অবরোধ
ফটিকছড়িতে পুলিশের তাড়া খেয়ে দুই ছাত্রীকে চাপা দিলো চাঁদের গাড়ি

বাংলাদেশ মেইল ::

ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে বেপরোয়া গতিতে চলা ধানবাহী চাঁদের গাড়ির ধাক্কায় দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে । এঘটনায় স্থানীয়রা ক্ষুব্দ হয়ে মহাসড়ক অবরোধ করে। এসময় ট্রাফিক পুলিশের সার্জেন্টের মোটরসাইকেল ও চাঁদের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় স্কুল শিক্ষার্থী মিশু আকতার এবং নিশা মনির মৃত্যু হয়। তারা পাইন্দং ইউনিয়নের বাসিন্ধা বলে জানিয়েছে পুলিশ৷

স্থানীয়রা জানান, ট্রাফিক পুলিশ গাড়িটি কাগজ যাচাইয়ের জন্য থামানোর সংকেত দেয়। কিন্তু গাড়িটি না থামার কারনে গাড়ি পিছু নিয়েছিল ট্রাফিক সার্জেন্ট। বেপরোয়া গতিতে গাড়িটি দুই স্কুল ছাত্রীকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়৷