চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চান উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার (২১ এপ্রিল) নেয়া হবে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সন্ধ্যায়  উপাচার্য বলেন, এই বছর শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা সুযোগ দেওয়ার বিষয়ে আমরা ইতিবাচক  চিন্তা করছি। তবে এই সিদ্ধান্ত আমি একা নিতে পারি না । আমাদের উপ-উপাচার্য এবং ডিনদের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

ড. শিরীণ আখতার বলেন, সেকেন্ড টাইম এবং সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়ে ইউজিসি আমাদের একটি চিঠি দিয়েছিল। সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী বৃহস্পতিবার (২২ এপ্রিল) আমাদের ডিনদের সাথে একটি সভা রয়েছে। ওই সভায় এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে চবিতে সেকেন্ড টাইম রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগম বলেন, আমরা চাই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ দেওয়া হোক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বিষয়টি কথা বলবো। সেখানে যেন সেকেন্ড টাইম রাখা হয় সেজন্য তাদের অনুরোধ করা হবে।