আচরণবিধি লঙ্ঘন, বাঁশখালীতে তিন ইউপি সদস্য প্রার্থীকে জরিমানা

বাংলাদেশ মেইল ::

চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে তিন ইউপি সদস্য প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিকেলে উপজেলার বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথারিয়া ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা নিশ্চিতকরণে অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন ব্যক্তিকে জরিমানা করেন বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে বাহারছড়ায় এক ইউপি সদস্য প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালীপুর ইউনিয়নে আরও দুই সদস্য প্রার্থীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, আচরণ বিধি বহির্ভূতভাবে লাগানো পোস্টার, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।