কাপ্তাই হ্রদে নৌকাডুবি,ফল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নৌকাডুবির

রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ইমান আলী (৩৬) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে এই ব্যবসায়ীর মৃত্যু হয়।

পুলিশ জানায়, লংগদু উপজেলা থেকে ইঞ্জিল চালিত ছোট নৌকা করে ফল নিয়ে রাঙামাটি আসার পথে রির্জাভ বাজার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কাইন্দার মুখ নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৪ জনের মধ্য ৩ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ইমাম আলী পানিতে ডুবে যায়। রোববার সকালে ইমান আলীর মৃতদেহ ভেসে উঠলে লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ইমান আলীসহ বাকী বেচে যাওয়া ব্যাক্তিরা সবাই ফল ব্যবসায়ী ছিল। ইমান আলীর গ্রামের বাড়ি চট্টগ্রামের মুরাদপুরের আতরের ডিপো বলে জানা গেছে।

কোতয়ালী থানার ওসি কবির হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লংগদু উপজেলা হয়ে নৌকা যোগে ফল নিয়ে আসার পথে কাপ্তাই হ্রদে নৌকা ডুবে ৪ জন লোক দুর্ঘটনার শিকার হয়। এতে ৩ জন উদ্ধার হয়েছে। বাকি ১ জনের মৃতদেহ রোববার সকালে কাপ্তাই হ্রদে পাওয়া গেছে। আমরা যতটুকু জানতে পেরেছি নিহত ইমান আলী একজন ফল ব্যবসায়ী ছিলেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।