দগ্ধ অন্তত ৪০ জন,আহত ১০০
চট্টগ্রামে কনটেইনার ডিপোতে আগুন , নিয়ন্ত্রণে ১০ ইউনিট

বাংলাদেশ মেইল ::

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি বেসরকারি  কনটেইনার ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট।

শনিবার রাত সাড়ে দশটার  দিকে উপজেলার সোনাইছড়ি এলাকার বিএম কন্টেইনার ডিপোতে আগুনের এ ঘটনা ঘটে।

বিষয়টি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, শুরুতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেবাতে ঘটনাস্থলে গেলে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করার সময়ও বিকট শব্দে বিস্ফোরণ ঘটে৷

এখন পর্যন্ত ১০০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে চল্লিশজন দগ্ধ হয়েছে। এছাড়া আহত অবস্থায় ৫০ জনের বেশি মানুষকে চমেক হাসপাতালে আনা হয়েছে।